Social Reformation

সমাজ ব্যবস্থার পরিবর্তন যারা চায়, তাদের হাতে অন্তঃত দুটি শক্তিশালী হাতিয়ার থাকা দরকার। একটি হল "যুক্তি", অপরটি হল "নীতি"।

যুক্তি দ্বারা আপনি সকল প্রকার গোঁড়ামি এবং আত্নবিশ্বাসকে বহির্ভুত করে স্ব-আদর্শকে প্রতিষ্ঠিত করতে পারবেন।
এবং,
নীতির মাধ্যমে আপনি আপনার চারিত্রিক সৌন্দর্য্যের বহির্প্রকাশ করে মানুষের হৃদয়ে স্থান দখল করতে পারবেন।

একজন সমাজ সংস্কারকের হাতে দুটি শক্তিশালী হাতিয়ার থাকে, একটি হল "যুক্তি", অপরটি হল "নীতি"।





 width=


 
  
   




Contact Form

Send