বর্তমান ভারতে ইসলাম ও মুসলমান

   ভারতে ইসলাম তথা মুসলমানরা কেমন আছে? মুসলমানদের সামগ্রিক অবস্থা কেমন? মুসলমানদের সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা সম্বন্ধীয়, রাজনৈতিক, বাণিজ্যিক ও সাংস্কৃতিক অবস্থার মূল্যায়ন হওয়া প্রয়োজন৷ বর্তমান ভারতের মুসলমানরা কাদের উপর নির্ভরশীল ? মুসলমানদের নেতৃত্ব পরিচালনা করছে কারা ? মুসলমানদের উন্নতি তথা অবনতির জন্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ কারা ? মুসলমানরা কোন মহান দার্শনিক, ঈমানদার তথা সমাজসেবীদের (?) দ্বারা পরিচালিত হচ্ছে ? এক কথায় আজ মুসলমানদের দুর্গতি তথা চরম দুরাবস্থার জন্য ভয়ঙ্করভাবে দায়ী কে বা কারা ? মুসলমানদেরকে এই বিপর্যয়কর পরিস্থিতির সম্মুখীন করল কারা ? তাদের উদ্দেশ্য কি ? 

 


ইসলাম তথা মুসলমানদের উৎস মূল হচ্ছে— আল্লাহ, হজরত মুহাম্মদ (সঃ), কোরআন ও হাদীস৷ এই 4 টি বিষয়ে যারা সামান্য মাত্র জানে তারা অবগত আছে যে, হজরত মুহাম্মদ (সঃ) এর সময়ের মুসলমানরা আল্লাহ, নবী মুহাম্মদ (সঃ), কোরআন এবং হাদীস সম্পর্কে কতটুকু জ্ঞান রাখতো ? আর বর্তমানের মুসলমানরা কতটুকু জ্ঞান রাখে ? তখন মুসলমানদের স্বভাব, চরিত্র, জ্ঞান, গরিমা, বিবেক, আচরণ, নিষ্ঠা, সততা, ন্যায়বোধ, দায়িত্ববোধ, কর্তব্যবোধ, সতর্কতা, আমল, ঈমানদারী, ভ্রাতৃত্ববোধ, মানবতাবোধ, বিশ্বাসযোগ্যতা, কোরআন ও হাদীসের জ্ঞান প্রভৃতি বিষয়ে কতটা যোগ্যতাসম্পন্ন ছিল ? আর আজ তার চেয়ে কতটা আছে? তখন যারা নেতৃত্বে ছিল তাদের কি কি গুণাবলী ছিল ? আর বর্তমান মুসলমানদের নেতৃত্বের গুণাবলী ? তখন সাধারণ মুসলমানদের গুণাবলী, আর আজকের সাধারণ মুসলমানদের গুণাবলী ? এই বিষয়ে আমরা যদি তুলনামূলক পর্যালোচনা করি তাহলে আমাদেরকে অবশ্যই হতাশ হতে হবে৷ এই সমস্ত প্রশ্নের কোন ইতিবাচক উত্তর নেই৷ এর কারণ কি ?

 

আমরা জন্মগতভাবে সকল মুসলমানরা জানি যে, নবী মুহাম্মদ (সঃ) আমাদের জন্য সমস্ত সুব্যবস্থা করে রেখে গেছেন৷ তিনি আমাদের জন্য রেখে গেছেন যে, " কোরআন ও সুন্নাহ (হাদীস) " এবং বলে গেছেন " আলেমগণ নবীর ওয়ারিস৷ " তা সত্বেও আজ মুসলমানরা চরমভাবে অসহায়৷ কোথায় নবীজীর উত্তরসূরীরা ? কোথায় মুসলমানদের শিক্ষাদাতাগণ ? কোথায় মুসলমান সমাজের ত্রাণকর্তারা ? কোথায় মুসলমানদের উদ্ধারকর্তাগণ ? কোথায় মুসলমান সমাজের কল্যাণকামীগণ ? কোথায় ঈমানদারগণ ? কোথায়, কোথায় কোরআন ও হাদীসের সুপন্ডিত ব্যক্তিগণ ? কোথায় মুসলমানদের আর্থিক সহযোগিতায় লালিত-পালিত আলেম, মওলানা, মুফতি, হাফেজ, কারী, পীর, দরবেশ, বক্তা, ওয়ায়েজীন, পরামর্শদাতা, বাংলা বিখ্যাত, ভারত বিখ্যাত, বিশ্ববিখ্যাত প্রমুখ বিশেষণে ভূষিত বক্তা ও আল্লামা সাহেবানগণ ? কোথায় ?????? শুধু কথার ফুলঝুরি নয়, মুসলমান সমাজে নেতৃত্ব দেওয়ার উপযুক্ত লোক কোথায় ? হজরত আবুবকর, হজরত ওমর, হজরত উসমান, হজরত আলী, হজরত হাসান, হজরত হোসাইন (রাজিঃ) দের মত যোগ্য নেতা কোথায় ? হজরত ইমাম আবু হানীফা, হজরত ইমাম শাফেঈ, হজরত ইমাম বোখারী, হজরত ইমাম ইবনে তাইমিয়া, হজরত শাহ ওয়ালীউল্লাহ (রহঃ) দের মত যোগ্য নেতা কোথায় ? কোথায় তাঁদের যোগ্য উত্তরসূরীরা ? বিনা পয়সায় দ্বীন শেখাবার যোগ্য আলেম কোথায় ? দ্বীনের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানবতা প্রতিষ্ঠার লক্ষ্যে সাহাবাদের মত কষ্টসহিষ্ণু ও নির্যাতন ভোগ করেও দ্বীনের কাজে অব্যাহতভাবে কর্মতৎপর হওয়ার মত উপযুক্ত মুসলমান কোথায় ???

 

 বর্তমান ভারতে মুসলমানদের বিরুদ্ধে তালাক ও তিন তালাক বিষয়ে যে বিতর্ক ও সাংস্কৃতিক আগ্রাসন ব্রাহ্মণ ও ব্রাহ্মণ্যবাদীদের পক্ষ থেকে সুপ্রিমকোর্ট এবং কেন্দ্রীয় সরকার যৌথভাবে শুরু করেছে সেখানে মুসলমান নেতৃত্ব বড়ই অসহায়৷ যারা এই সাংস্কৃতিক আক্রমণ শুরু করেছে তারা 1885 সালে কংগ্রেস ও 1925 সালে RSS এর মাধ্যমে ঘুঁটি সাজিয়ে এসেছে৷ আজ স্বাধীন (?) ভারতে সংখ্যালঘু হয়েও গণতান্ত্রিক ভারতে তারা শাসন ক্ষমতায় সমাসীন৷ আর মুসলমান নেতৃত্ব সেই 1757 সালের পর থেকেই দোয়া, দরুদ, কোরআন খতম, কূলপড়া, ছোলাপড়া, ঈদ, বকরাঈদ, শবেবরাতের হালোয়া, চালের আটার রুটি, সিমুই, পরোটা, পটকা বোমা, বিবাহ, জালসা, মীলাদ, মহফিল, পীর মুরীদী, বিভিন্ন ফেরকা, মজহাবী কোন্দল, লম্বা টুপী, গোল টুপী, ছোট দাড়ী, বড় দাড়ী, দাঁড়িয়ে কেয়াম, বসে কেয়াম, হাত তুলে মোনাজাত, গোল পীরাণ, চেরা পীরাণ, নাভীর উপরে হাতবাঁধা, বুকের উপর হাত বাঁধা, রফা ইয়াদাইন করা, তালাকের নামে এক দিনের জন্য ব্যাভিচারে মদদ দেওয়া, গ্রাম্য দলাদলী করা, আলেমরা পরস্পরের বিরুদ্ধে ফতওয়াবাজী করা, কোরআন, হাদীস বাঁয়ে রেখে বাপদাদা, পীরবাবাজী, হুজুরদের নামে তরীকা, সিলসিলা, প্রভৃতি ফেতনা সৃষ্টি করে ভায়ে ভায়ে, ঘরে ঘরে, গ্রুপবাজী করে, এক মুসলমান সমাজকে শতশত ভাগে বিভক্ত করে, এক আলেম অন্য আলেমকে, অন্য জামাতকে কাফের বলে ফতওয়া দিয়ে, নিজেদর জালে নিজেরাই বন্দী হয়ে চরমভাবে অসহায় ও কোনঠাসা হয়ে ক্রীতদাসের মত জীবন যাপন করতে বাধ্য হচ্ছে৷ কোথায় সেই আলেম সমাজ ? যারা হবে কোরআন ও আধুনিক জ্ঞান-বিজ্ঞানের আলোয় আলোকিত এবং নবী-সাহাবাদের মত উন্নত চরিত্রের আলোকচ্ছটায় উদ্ভাসিত ? যারা হবে আধুনিক ভারত তথা বিশ্ব মানবতাবাদের প্রবক্তা ও সফল নেতৃত্বপ্রদানকারী ব্যক্তিত্বসম্পন্ন৷

 

একদিকে উচ্চশিক্ষিত মুসলমানদের অধিকাংশ ইসলামের অ-আ-ই-ঈ জানেনা৷ ঐ সমস্ত শিক্ষিতদের আধুনিক পন্থীরা স্ত্রী-পুত্র-কন্যা তথা পরিবার পরিজন নিয়ে, ঘর সংসার নিয়ে ব্যস্ত৷ ঐ উচ্চ শিক্ষিত পন্ডিত বুদ্ধিজীবীদের মধ্যে অধিকাংশই (?) হারাম খাওয়া থেকে শুরু করে মুনাফেকী, কুফরী, বেইমানী, জোচ্চোরী, দাগাবাজী, ছল চাতুরী, বাটপারী, চামচাগিরী, দুর্নীতি, কেলেঙ্কারি, সুদ, ঘুষ, প্রতারণা, জুলুম, নির্যাতন, আত্মসাৎ, সমাজবিরোধী, ধর্মবিরোধী, ন্যায়বিরোধী, ঈমানবিরোধী, জ্ঞাতিবিরোধী, কোরআন বিরোধী, হাদীস বিরোধী হয়ে চরমভাবে খোদাভোলা, ধর্মভোলা, আত্মভোলা, আত্মবিস্মৃত জাতি হয়ে অপরের গোলাম, ক্রীতদাস হয়ে, নেতৃত্বহীন হয়ে, বিচ্ছিন্ন হয়ে, অসংগঠিত হয়ে জীবন যাপন করছে৷

 

আর অন্যদিকে অজ্ঞ মুসলমানরা পেটের দায়ে চুরী, ডাকাতি, ছিনতাই, খুন, খারাবী, জুয়া, মদ কোন কিছুই বাকী রাখেনি৷ তারা বিভিন্ন ব্রাহ্মণ পরিচালিত ব্রাহ্মণ্যবাদী দলের লাঠিয়াল হয়ে, অল্প টাকার বিনিময়ে চামচাগিরি, মাস্তানি করে গ্রাম্যজীবনকে দুর্বিসহ করে তুলেছে৷ আজো তাদের সন্তানরা শিক্ষার আলো থেকে বঞ্চিত৷ তারা ধর্মীয় জ্ঞান এবং আধুনিক জ্ঞান সর্ববিষয় থেকেই বঞ্চিত৷ তারা দিন আনি দিন খায়৷ তারা সম্পূর্ণ অসহায়৷ মুসলমান সমাজে তারাই সংখ্যাগরিষ্ঠ৷ এই অসহায় সমাজের দায়িত্ব কাদের উপর ? এদের উন্নতির জন্য কেউ কি আদৌ চিন্তা-ভাবনা করছে ? যদি করে তারা কারা ? তাদের পরিচয় কি ?

 

এই অবস্থায় চরম শক্তিশালী ব্রাহ্মণ্যবাদের মোকাবেলায় একমাত্র অপ্রস্তুত অথচ দন্ডায়মান হয়েছে মুসলিম পার্সনাল ল'বোর্ড৷ এই সাংস্কৃতিক ও আইনি লড়াইয়ে গোটা ভারতের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য প্রস্তুত করতে হবে ঐ মুসলিম পার্সনাল ল'বোর্ড কেই৷ আর ঐ আন্দোলনের সঙ্গে থাকতে হলে চাই দ্বীনী চেতনা ও ঈমানী শক্তি৷ এই দুর্দিন থেকে মুক্তি লাভ করে সুদিনের লক্ষ্যে আগিয়ে যেতে হবে মুসলমান সমাজকে৷ পুঁজি হবে আল কোরআন ও ভারতের সংবিধান৷ লক্ষ্য হবে ভারত তথা বিশ্বে ন্যায়, সত্য, সুবিচার, ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করা৷ পথ হবে গণতান্ত্রিক ও সাংবিধানিক রাজপথ৷

নজরুল বলেছিলেন—

দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার,
লঙ্ঘিতে হবে রাত্রী নিশিথে যাত্রীরা হুঁশিয়ার৷

দুলিতেছে তরী ফুলিতেছে জল ভুলিয়াছে মাজি পথ,
ছিঁড়িয়াছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত ?

 




 width=