ভোরের পাখি ডাকার আগে উঠব আমি জেগে, → গজল

ভোরের ছবি

ভোরের পাখি ডাকার আগে উঠব আমি জেগে,
মুয়াজ্জিনের মধুর আজান বাজে হৃদয় বাগে ।

ফজর হল পুর্ব দিকে
শুভ্র কিরণ দুয়ার ফাঁকে,

শয্যা ছেড়ে রবের ডাকে,
আলোয় ভরা
ঈমান বুকে।

শীতল জলের ছোঁয়ায়,
অজুর তরে মনের কোনে মুগ্ধ কমল হাওয়ায়
স্নিগ্ধ বিহান বেলায়।

সবার সাথে পড়তে নামাজ আমার ভালো লাগে;

ভোরের পাখি ডাকার আগে উঠব আমি জেগে,
মুয়াজ্জিনের মধুর আজান বাজে হৃদয় বাগে ।

নামাজ বড়ো ঘুমের চেয়ে,
মীনার হতে আওয়াজ পেয়ে;
বিশ্ব জগৎ উঠল গেয়ে,
রবের পানে ধন্য হয়ে।

জায়নামাজে দাঁড়ায়
কিবলা মুখি সারি সারি সিজ্দা এবং দোয়ায়
প্রভুর কৃপার আশায়।

ফজর নামাজ আদায় করে পড়বে কাজে লেগে;

ভোরের পাখি ডাকার আগে উঠব আমি জেগে,
মুয়াজ্জিনের মধুর আজান বাজে হৃদয় বাগে ।

[Poetry] [Poem] [Song] [Gazal]



If you like this post, please don't forget to share it with others.

अच्छा लगे तो शेयर करना ना भूलें!

লেখাটি ভালো লাগলে, শেয়ার করতে ভুলবেন না।

♤══❅۩Share۩❅══♤


💬 Comment

Loading...