মহাশ্মশান জাগে (কবিতা) - এম. এম. আব্দুর রহমান

মহাশ্মশান জাগে

যখন আত্মবিশ্বাস জেগে ওঠে তীব্র সঙ্গীতে
মিথ্যার রাজপ্রাসাদ ভেঙে পড়ে চোখের সামনে।

সাতভাই চম্পা হয়ে ছুটে আসে অশোকের বাহিনী,
কালাপাহাড় আসে চেঙ্গিসি তেজে, বীর-বীরত্বে।

বিদ্যাধরী তীরে সাধক গোরাচাঁদ,
প্রাণ বিসর্জন দেয় নরবলি ঠেকাতে।

সভ্যতার বরপুত্ররা জেগে ওঠে একসাথে...
রাজকুমার, কৃষাণ-কিষাণী, গান গেয়ে জাগিয়ে তোলে ধরিত্রী।

বাঁশের কেল্লার মিনারে দাঁড়িয়ে যায় শহীদের ছেলেরা
ধ্যান ভেঙে ন্যায়ের তরবারি হাতে তুলে নেয় যুগের বুদ্ধদেব।

ভীমা কোরেগাঁও উত্তাল করে ছুটে আসে রণরঙ্গীণী মাহার সেনারা
পারাস্ত হয় লুটেরা আর্যের দল।

আরাকান পর্বতমালা কেঁপে ওঠে নজরুলের গানে,
লক্ষ্মীবাঈ ও বেগম হজরত মহল
ঘোমটা ছিঁড়ে উঁচিয়ে ধরে জয়মন্ত্রের পতাকা।

সেই আহ্বান আমি শুনতে পাচ্ছি কবি --

বার বার কেঁপে উঠছে বখতিয়ারের কবরের ধূসর মাটি
সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্রায় মিশে যাচ্ছে
ভীমা কোরেগাঁওয়ের জল...
তাজমহলের পাথর ভেঙে বেরিয়ে আসছে অনন্ত প্রেম
সেই আত্মবিশ্বাসে জেগে উঠছে মহাশ্মশান।

✍ লেখকঃ এম. এম. আব্দুর রহমান
[Poetry] [Poem] [Song] [Gazal]



If you like this post, please don't forget to share it with others.

अच्छा लगे तो शेयर करना ना भूलें!

লেখাটি ভালো লাগলে, শেয়ার করতে ভুলবেন না।

♤══❅۩Share۩❅══♤


💬 Comment

Loading...