পৃথিবীর সর্বত্রই সত্য বিরাজমান


সত্যের চিরন্তন অবস্থান: 

সত্যের কোনো নির্দিষ্ট দিন, সময় বা পরিস্থিতি নেই। পৃথিবী এবং এর প্রতিটি সৃষ্টি সত্যের প্রমাণ বহন করে। মহান সৃষ্টিকর্তা মানুষকে সত্যমিথ্যা পার্থক্য করার ক্ষমতা দিয়েছেন।

মানুষের জীবনে ভালো ও মন্দ: 

প্রত্যেক মানুষ কিছুটা ভালো এবং কিছুটা মন্দ নিয়ে জীবন যাপন করে। যাদের মধ্যে মন্দের অংশ বেশি, আমরা তাদের খারাপ হিসেবে চিনি। আর যাদের মধ্যে ভালোর অংশ বেশি, আমরা তাদের ভালো হিসেবে গণ্য করি।

কাউকে পুরোপুরি ভালো বা খারাপ বলা যায় না: 

খারাপ মানুষের মধ্যেও কিছু ভালো থাকে, আর ভালো মানুষের মধ্যেও কিছু মন্দ থাকতে পারে। তাই কেবল একটি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কাউকে সম্পূর্ণ ভালো বা খারাপ বলা উচিত নয়।

আমাদের করণীয়: 

প্রত্যেক মানুষের মধ্য থেকে ভালো জিনিসটি গ্রহণ করা এবং মন্দ জিনিসগুলো এড়িয়ে চলা। এভাবেই সত্যিকারের ভালো অর্জন করা সম্ভব।

বর্তমান সমাজের সমস্যা: 

আজকের দিনে প্রায়ই দেখা যায়, মানুষ কারো ছোটখাটো ভুল দেখে তার সমস্ত ভালো কাজ অস্বীকার করে বসে। এর ফলে দূরত্ববিদ্বেষ তৈরি হয়। ভালো মানুষরা একত্রিত হতে পারেন না, অথচ মন্দ মানুষরাই ক্ষমতার অধিকারী হয়ে ওঠে।

সমাধান:

আমাদের আরো উদার হতে হবে। অপেক্ষাকৃত ভালো মানুষদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হবে, আলোচনা করতে হবে এবং সুসম্পর্ক বজায় রাখতে হবে। এর মাধ্যমে আমরা সবার মধ্য থেকে সুন্দর দিকগুলো গ্রহণ করতে পারব।

ভুলের প্রতি দৃষ্টিভঙ্গি: 

যদি আমরা কারো ছোট্ট একটি ভুলকে কেন্দ্র করে হিংসা, বিদ্বেষশত্রুতা তৈরি করি, তবে কখনো ভালো মানুষের মিলন সম্ভব হবে না।

আমাদের ব্যক্তিগত দায়িত্ব:

নিজেদের চরিত্র উন্নত করতে হবে, উদারতা, অপরকে সম্মান এবং ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে হবে। পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখতে হবে।

চূড়ান্ত লক্ষ্য: 

একত্রে কাজ করার মাধ্যমে একটি সুন্দর, সুসংগঠিত এবং শান্তিপূর্ণ সমাজ গঠন করা সম্ভব।


👍 12.7k  🗨  1.6 k   👤 RM Robiur

[Articles]

💬 Comment





If you like this post, please don't forget to share it with others.

अच्छा लगे तो शेयर करना ना भूलें!

লেখাটি ভালো লাগলে, শেয়ার করতে ভুলবেন না।

♤══❅۩Share۩❅══♤


Loading...