ভারতের সংবিধানের প্রস্তাবনা, বাংলা অনুবাদ


      "আমরা, ভারতের জনগণ, ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্ররূপে গড়িয়া তুলিতে এবং উহার সকল নাগরিক যাহাতে:

      সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায়বিচার;

     চিন্তার, অভিব্যক্তির, বিশ্বাসের, ধর্মের ও উপাসনার স্বাধীনতা;

      প্রতিষ্ঠা ও সুযোগের সমতা নিশ্চিতভাবে লাভ করেন;

      এবং তাঁহাদের সকলের মধ্যে ব্যক্তি-মর্যাদা ও জাতীয় ঐক্য ও সংহতির আশ্বাসক ভ্রাতৃভাব বর্ধিত হয় ;

      তজ্জন্য সত্যনিষ্ঠার সহিত সংকল্প করিয়া আমাদের সংবিধান সভায় অদ্য, ২৬ নভেম্বর, ১৯৪৯ তারিখে, এতদ্দ্বারা এই সংবিধান গ্রহণ, বিধিবদ্ধ এবং আমাদিগকে অর্পণ করিতেছি।"




If you like this post, please don't forget to share it with others.

अच्छा लगे तो शेयर करना ना भूलें!

লেখাটি ভালো লাগলে, শেয়ার করতে ভুলবেন না।

♤══❅۩Share۩❅══♤


💬 Comment

Loading...