#একনজরে_ভারতের_মুসলমানদের_সামগ্রিক_সমস্যাগুলোঃ
(1) মুসলমানদের মধ্যে অধিকাংশ জনগণ অশিক্ষিত ৷ (2)মুসলমানরা বহু বিষয়ে যোগ্য নয়৷
(3) মুসলমানরা ব্যাপক অপমানিত ৷
(4) মুসলমানরা অধিকার বঞ্চিত ৷
(5) মুসলমানরা পরনির্ভরশীল ৷
(6)মুসলমানরা নির্যাতিত-মজলূম ৷
(7) মুসলমানরা দিশাহীন অর্থাৎ সঠিক ও সুপথে চলতে ব্যর্থ ৷
(8) মুসলমানরা সরকারী চাকুরী বা সরকারী সাহায্য থেকে বঞ্চিত ৷
(9) মুসলমানরা নেতৃত্বহীন ৷
(10) মুসলমানরা অযোগ্য নেতৃত্ব দ্বারা বিপথে পরিচালিত ৷
(11) মুসলমানরা শত্রুকে শত্রু ও মিত্রকে মিত্র হিসাবে চিহ্নিত করতে চুড়ান্তভাবে ব্যর্থ ৷
(12) মুসলমানরা শাসক জাতির বিরাট বিরাট ষড়যণ্ত্রের শিকার ৷
(13) মুসলমানরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে নিশ্চিতভাবে ব্যর্থ ৷
(14) মুসলমানরা আত্মসমীক্ষা, আত্মসমালোচনা না করে শত্রুকে দোষারোপ করে ৷
(15) মুসলমানরা নবী মুহম্মদের (স:) এর ইসলামকে বিশুদ্ধভাবে না জেনে বাপ-দাদা ও আলেম-পীরদের প্রচারিত ইসলামকেই গ্রহণ করেছে ৷
(16) মুসলমানরা ধর্মের নামে প্রায় শতাধিক ভাগে বিভক্ত এবং পরষ্পরকে কাফের বলতে অভ্যস্ত ৷
(17) মুসলমানরা রাজনৈতিকভাবেও বহু দলে বিভক্ত এবং পরষ্পর প্রবলভাবে প্রতিদ্বন্দীতায় লিপ্ত৷
(18) মুসলমানরা আখেরাতকে প্রাধান্য না দিয়ে সাময়িক লাভ এবং লোভকে প্রাধান্য দিচ্ছে ৷
(19) মুসলমানরা নিজ ধর্মের প্রতি শ্রদ্ধা-ভক্তি অবিচল রেখেও পরধর্মের প্রতি শ্রদ্ধা রাখতে ব্যর্থ।
(20) মুসলমানরা ভারতের সমাজ কাঠামো এবং প্রতিবেশী ধর্মগুলোকে ও তাদের আভ্যন্তরীণ জাত-পাত মূলক বিভেদকে বুঝতে ব্যর্থ ৷
(21) মুসলমানরা অজ্ঞতার কারণে মুসলিম ধর্মীয় নেতৃত্ব ও রাজনৈতিক ব্রাহ্মণ নেতৃত্ব এই দুই পণ্ডিতদের ষড়যন্ত্রের জালে আবদ্ধ ৷
(22) মুসলমানরা ইসলাম ধর্মের মৌলিক শিক্ষা ও ভারতের সংবিধানের মৌলিক শিক্ষা গ্রহণে এবং এই দুটির সমণ্বয় সাধনে চরমভাবে ব্যর্থ ৷
(23) মুসলমানরা—জ্ঞান-শিক্ষা-চরিত্র-নেতৃত্ব-সংগঠন-ঈমান-কোরান-হাদীস-আইন-সংবিধান-আন্দোলন-দায়িত্ববোধ-সমাজসেবা-দেশপ্রেম প্রভৃতি গুরুত্বপূর্ণ গুণাবলী অর্জনে বহুলাংশেই ব্যর্থ ৷
উপরে বর্ণিত বিষয়গুলোতে ভারতের বর্তমান মুসলমানদের জ্বলন্ত সমস্যাগুলো ক্রমিক সংখ্যায় সাজিয়ে উল্লেখ করা হয়েছে৷ এগুলো পড়ে বা শুনে যে কোন মুসলমান প্রথমেই চমকে উঠতে পারে কিন্তু পরক্ষণেই সে যদি একটু ঠাণ্ডা মাথায় চিন্তা করে তাহলে সে অবশ্যই দুঃখের সঙ্গে স্বীকার করবে যে, হ্যাঁ কথাগুলো অপ্রিয় হলেও সত্য ৷
❂ ভাবুন এবং চিন্তা করুন।